তুফানগঞ্জ ২নং ব্লকের অন্তর্গত জোড়াই মোড় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভানুকুমারী ২নং অঞ্চল কমিটির উদ্যোগে ১১টি অঞ্চলের সভাপতি ও সহ-সভাপতিদের নিয়ে সাংগঠনিক আলোচনা ও আগামী দিনে দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন তুফানগঞ্জ ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয়া চৈতি বর্মন বড়ুয়া মহাশয়া ও সহ-সভাপতি সম্মানীয় নীরঞ্জন সরকার মহাশয় এবং মহিষকুচি ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় নিহার বড়ুয়া মহাশয়।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
![]() |
Chaiti Barman Barua |
0 Comments