Header Ads Widget

Responsive Advertisement

রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে জেলা যুব সভাপতি সম্মানীয় অভিজিৎ দে ভৌমিক(হিপ্পি দা)মহাশয় এর সমাজ সেবা মূলক কাজ



রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে জেলা যুব সভাপতি সম্মানীয় অভিজিৎ দে ভৌমিক(হিপ্পি দা)মহাশয় এর অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় রাম কুমার রবিদাস মহাশয় এর সহযোগিতায় করোনা মহামারীতে ও লকডাউন এর প্রভাবে গ্রামের সাধারণ মানুষ গুলোর কঠিন পরিস্থিতিতে যুব তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থাকার প্রয়াসকে পাথেয় করে
তুফানগঞ্জ ১বি ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় শ্রী কমল রায় মহাশয়ের উদ্যোগে ব্লক অধীনস্থ চারটি অঞ্চলে পর্যায়ক্রমে ৫০টি করে পরিবার কে, চাল,ডিম,সোয়াবিন,মুশুর ডাল, সাবান, ইত্যাদি প্রদান করা হচ্ছে।

যা আজ ধলপল ১ নং অঞ্চলে অনুষ্ঠিত হলো। অঞ্চল যুব ও ছাত্র নেতৃত্বদের পূর্ণ সহযোগিতায়
আজকের এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন, তুফানগঞ্জ ১বি ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সন্মানীয় সভাপতি প্রদীপ কুমার বসাক মহাশয়, সহ-সভাপতি মনিন্দ্র সরকার মহাশয়, ধলপল ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় চেয়ারম্যান ভক্তি ভুষণ রায় মহাশয়, সহ-সভাপতি কলেশ্বর দাস মহাশয়, এছাড়াও মনিদুল মিয়া, জেনারেল সেক্রেটারি, অঞ্চল যুব সভাপতি ভাতৃপ্রতিম বটু দাস, নাককাটিগাছ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান ছোট্টু রবিদাস মহাশয়, ধলপলের বর্ষিয়ান নেতৃত্ব সন্মানীয় নিজাম উদ্দিন মণ্ডল মহাশয়। ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটি সহ সভাপতি ভাতৃপ্রতিম বাপি আহম্মেদ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ভাতৃপ্রতিম আলাল। অনন্য সম্মানীয় নেতৃত্ব বর্গ।


Post a Comment

0 Comments